বাংলাদেশে একদিনে প্রথম করোনা রোগী শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো

208

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ২৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে শনাক্তের সংখ্যায় সর্বোচ্চ। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৩২১ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১১ জন পুরুষ আর ৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫৫৯ জনের মৃত্যু হলো।

বৃহস্পতির দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় ৪৯ টি ল্যাবে ৯৩১০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ২৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২১.৭৯ শতাংশের মধ্যে সংক্রমণ চিহ্নিত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪২৫ জন। শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ২০.৮৯ শতাংশ। বাংলাদেশে যত রোগী সনাক্ত হচ্ছে তার ১.৩৯ শতাংশ মৃত্যুবরণ করেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬শে মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

Leave A Reply

Your email address will not be published.