গত ২৪ ঘন্টায় ১৫৪১ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৩৮,২৯২

195

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫৪৪ জনের মৃত্যু হলো।

বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪৮টি ল্যাবে ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর ফলে বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন করোনা রোগী। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৭ হাজার ৯২৫ জন।

তিনি বলেন, মারা যাওয়া ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ আর ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন আর সিলেট বিভাগের ২ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬শে মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

Leave A Reply

Your email address will not be published.