২ বছর পর বাড়িতে ঈদ কাটাবেন খালেদা জিয়া
ঢাকা: দুই বছর পর এবার বাড়িতে ঈদ করবেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর আগের চার ঈদ কারা হেফাজতে কাটিয়েছেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর কারা হেফাজতে ছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ২৫ মার্চ মুক্তি পাওয়ার আগে টানা চারটি ঈদ কারা হেফাজতেই কাটিয়েছেন তিনি। তবে মুক্ত হওয়ায় এবার বাড়িতেই ঈদ উদযাপন করতে পারছেন তিনি।
বিএনপি’র দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন। এ বছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রসঙ্গত, এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন বিএনপিপ্রধান।