দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, মোট ৪৮০

319

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হয়েছে আরও ২৮ জনের যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪৮০ জনের মৃত্যু হলো।

রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৩ হাজার ৬১০ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৫জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯০২ জন করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

সর্বশেষ মৃতদের মধ্যে ২৩জন পুরুষ ও ৪ ৫ জন নারী। এই ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের 7 জন ও সিলেট বিভাগের ১ জন রয়েছেন।

তিনি বলেন, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে রয়েছেন ২৫৩ জন। আর ছাড় পেয়েছেন ৯৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৪৪৬ জন। আর আইসোলেশন থেকে মোট ছাড় পেয়েছেন ২১ হাজার ৬৩জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Leave A Reply

Your email address will not be published.