নিজ এলাকায় অসহায়দের পাশে রয়েছেন প্রায় সব এমপি: তথ্যমন্ত্রী
ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে করোনার প্রাদুর্ভারে শুরু থেকেই নিজ এলাকায় অসহায়দের পাশে রয়েছেন প্রায় সব সংসদ সদস্য।’
বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি- এমন একটি প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে আজ দুপুরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সংসদ সদস্য এবং মন্ত্রীদের আন্তরিকতা ও কর্মব্যস্ততা তুলে ধরে বলেন, ‘ওয়ান-ইলেভেনের সুবিধাভোগী একটি মহল যারা বিরাজনীতিকরণ চায় ও রাজনীতিকদের হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের এ ধরণের বিভ্রান্তিকর রিপোর্ট অশুভ উদ্দেশ্যে করা, যা সমীচিন নয়।’
মন্ত্রী এসময় দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। অসহায়দের পাশে দাঁড়ানোতেই ঈদ অর্থবহ হবে, বলেন হাছান মাহমুদ।