গত ২৪ ঘন্টায় ১৮৭৩ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৩২,০৭৮

247

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৭৮ জন।

একই সময়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ, চারজন নারী। এ নিয়ে দেশে করোনায় বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫২ জনে।

শনিবার (২৩ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে যা এ যাবতকালের পরীক্ষা ও শনাক্তে সর্বোচ্চ । এ নিয়ে বাংলাদেশে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫ টি নমুনা পরীক্ষা করে ৩২ হাজার ৭৮ জন করোনা রোগী পাওয়া গেল।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হলেন মোট ৬ হাজার ৪৭৬ জন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Leave A Reply

Your email address will not be published.