গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত, মোট ২৮,৫১১

293

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১১ জন।

একই সময়ে করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এটিও একদিনে করোনায় সর্বোচ্চ মৃতের রেকর্ড। যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ, তিন জন নারী।  এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৮ জনে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ২৬২ টি নমুনা পরীক্ষা করে ১৭৭৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় যা এ যাবতকালের পরীক্ষা ও শনাক্তে সর্বোচ্চ । গতকাল বুধবার ১০ হাজার ২০৭ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

এ পর্যন্ত সব মিলে ২ লাখ ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৮ হাজার ৫১১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় আরও ৩৯৫জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত ৫ হাজার ৬০২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Leave A Reply

Your email address will not be published.