অন্তর্বাসের ওপর স্বচ্ছ পিপিই পরায় বিপদে নার্স

281

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তুলা শহরের একটি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে অন্তর্বাসের ওপর স্বচ্ছ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট(পিপিই) পরায় এক নার্সকে শাস্তি দেয়া হয়েছে। ওই নার্স হাসপাতালে করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, তুলা শহরের হাসপাতালের একজন রোগী অন্তর্বাসের ওপর পিপিই পরা অবস্থায় ২০ বছর বয়সী ওই নার্সের ছবি তুলে । সেই ছবিটি পরে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ওই নার্স জানায়, অতিরিক্ত গরমের কারণে তিনি অন্তর্বাসের ওপর আর কিছু পরেননি। তবে তিনি দাবি করেছেন যে ওই পিপিই পরার পরেও যে অন্তর্বাস বাইরে থেকে দেখা যাবে তিনি তা বুঝতে পারেননি।

এদিকে এমন কাণ্ডের পর ওই নার্সকে শাস্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল প্রধান জানায় , প্রয়োজনীয় মেডিক্যাল পোশাক না পরায় তাকে শাস্তি দেয়া হয়েছে । স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই নারী নার্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন। মারা গেছেন ২ হাজার ৯৭২ জন।

Leave A Reply

Your email address will not be published.