করোনায় আক্রান্তের শীর্ষ অবস্থানে থাকাটা সম্মানের প্রতীক : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শীর্ষ অবস্থানকে সম্মানের প্রতীক বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি নিঃসন্দেহ এটাকে ভালো মনে করি কারণ এর মানে দাঁড়ায় যে আমাদের টেস্ট ব্যবস্থা অনেক ভালো।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৯২ হাজার মানুষ।