যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুন (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসঅ্যাঞ্জেলেসে কয়েকটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মী আহত হয়েছেন।
লসঅ্যাঞ্জেলেসের উপশহর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে বলে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে।
আগুন লাগার পরপরই বিকট একটি বিস্ফোরণ হয়। এরপর আগুন বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২০০ কর্মী। ওই এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লসঅ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
লসঅ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ বলেন, দ্বিতীয় বিস্ফোরণের ভয় রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। যেন পরিস্থিতি কোনোভাবেই খারাপের দিকে না যায়।sean miura@seanmiura
Major fire in Little Tokyo/downtown Los Angeles at San Pedro and Third. Dangerously close to Skid Row residents, senior and low income housing. Major smoke screen, ash is raining for blocks.
5,007Twitter Ads info and privacy3,927 people are talking about thisঅ