কমুনিটি নেতাদের সাথে ডঃ নিনার মতবিনিময়
পেনসিলভানিয়া : গত দশ মে, সামাজিক যোগাযোগ মাধ্যম জুম মিটিং এর মাধ্যমে পেনসিলভানিয়ার বসবাসরত বাংলাদেশী আমিরিকান বংশভুত প্রবাসি কমুনিটির নেতাদের সাথে এক মতবিনিময় সভা করেন ডঃ নিনা । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডঃ নিনার সিনিয়ার এ্যডভাইজার (নিনা ফর অডিটর জেনারেল কেইম্পেন ২০২০) ডাঃ ইব্রুল চৌধুরী । আসন্ন ২ জুন যুক্তরাষ্ট্রের প্রাইমারী নির্বাচনে ডঃ নিনা আহমেদ লড়ছেন পেনসিলভানিয়া অডিটর জেনারেল হিসাবে । এর পুর্বে তিনি ফিলাডেলফিয়ার ডিপুটি মেয়র ছিলেন । গত বছর তিনি পেনসিলভানিয়া লুটন্যেন্ট গর্ভনর পথে লড়ে অল্প কিছু ভোটের ব্যেবধানে পরাজিত হন ।
এইবারের স্থানিয় ডেমোক্রেট পার্টির সবুজ সঙ্কেত পাওয়ার পরই তিনি এই পদে লড়ছেন ।এক জরিপে একই দলের ভিতরে লড়াইয়ে নিনার অবস্থান এক নাম্বারে আছে ,আর তাই এইবার তিনি এই পদে আগের চেয়েও বেশী শক্তিশালী অবস্থানে আছেন বলে মনে করা হচ্ছে । বিশ্বের এই মহামারী করোনায় পরিস্থিতিতে সব কিছুই যেহেতু অচল ,সামনাসামনি নির্বাচনি প্রচারনা চালনা যাচ্ছেনা তাই জুম মিটিং এর মাধ্যমে তিনি অংশ নেন স্থানীয় বাংলাদেশী কমুনিটির নেতাদের সাথে এবং সবার খোজ খবর নেন ।
সঞ্চালনায় থাকা ডাঃ ইব্রুল এবং ডঃ নিনা কমুনিটি নেতাদের ধন্যবাদ জানান এবং এই পরিস্থিতে ভোটাররা কিভাবে ভোট কেন্দ্রে যাবে ,বা যারা যেতে পারবে না তাদের কাছ থেকে কিভাবে মেইল ভোট জমা এবং সগ্রহ করা , ফোন কলের মাধ্যমে ভোটার দের প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা ,নির্বাচনি তহবিল সগ্রহ করা সহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় । এই সময়ে কমুনিটির নেতারা তাদের করনিয় কাজের কিছু সুবিধা এবং অসবিধার কথা বিস্থারিত আলোচনা করেন । এই সময়ে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি মফিজুল ইসলাম ,নিউইয়র্ক থেকে লাভ্লু আনসার এবং আসিফ মুক্তাদির অংশ নেন ।
এই মতবিনিময় সভায় নিউইয়র্ক থেকে অংশ নেন ফোবানার বর্তমান চেয়ারম্যান মোহাম্মেদ হোসেন খান সহ উনার টিমের সদস্যরা । এছাড়াও পেন্সিল্ভানিয়ার ফিলাডেলফিয়া থেকে – মোহাম্মেদ হারেস, জাহিদ চৌধুরী , মোহাম্মেদ শহীদ , শাহ ফরিদ , আপারডারবি থেকে –কাউন্সিলম্যেন নুরুল হাসান , কালেক্টর মইন উদ্দীন ,আলতামাস বাবুল , মোহাম্মেদ তোজাম্মেল , রুহুল আমিন ভুঁইয়া ,নর্থ ইস্ট ফিলাডেলফিয়া থেকে- মোহাম্মেদ ইসলাম আরিফ ,কাম্রুল ইসলাম , এম আর সেলিম এবং লক হ্যেভেন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডঃ খালেকুজ্জামান , বেনসালাম থেকে ডাঃ জাভেদ জয় , লেন্সডেল থেকে হেলাল উদ্দীন ভুঁইয়া সহ আরো অনেকে অংশ নেন ।