গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ১২০২ জন, মোট ২০,০৬৫

281

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।  একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৬৫ জনে আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪১টি ল্যাবে ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে ১২০২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় ২৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২জন করোনা রোগী।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Leave A Reply

Your email address will not be published.