যে কারণে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

272

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বরে হবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু তার আগেই দেখা গেলো ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের তুলনায় আট শতাংশ। মঙ্গলবার প্রকাশিত এক মতামত জরিপের তথ্য দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

সোমবার ও মঙ্গলবার ওই জরিপে অংশগ্রহণকারীদের ৪১ শতাংশ মনে করেন ভালোভাবেই দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। তবে ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পকে দায়িত্ব পালনে অক্ষম মনে করেন, তারা ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। গত মাসের আরেক জরিপে ট্রাম্পের এই জনপ্রিয়তা ছিল ৪৫ শতাংশ।

জরিপে আরো দেখা গেছে, নির্বাচনে বাইডেনকে ভোট দেয়ার কথা বলেছেন ৪৬ ভাগ ভোটার। আর ট্রাম্পের বাক্সে ভোট দেয়ার কথা বলেছেন ৩৮ ভাগ।

করোনা মহামারি প্রতিরোধে ট্রাম্পের নেয়া পদক্ষেপে খুশি নন জরিপে অংশ নেয়াদের অনেকে। মার্চের শুরুতে একই জরিপে অংশ নেয়াদের চেয়ে ১৩ ভাগ বেড়েছে অসন্তুষ্টদের সংখ্যা।

প্রথমদিকে করোনা মহামারিকে প্রেসিডেন্ট ট্রাম্প পাত্তাই দিতে চাননি। সাধারণ ইনফ্লুয়েঞ্জা বলে উপহাস করেছিলেন। তারপর এটি মহামারি হিসেবে দেখা দিতেই তিনি রোগ নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। তার এসব কথা ও কাজের বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের মনে। ট্রাম্প ডেমোক্র্যোটদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন যে, তাকে ভোটে হারানোর জন্য ডেমোক্র্যাট গভর্নররা তাদের রাজ্যগুলোতে লকডাউন তুলতে দেরি করেছেন।

Leave A Reply

Your email address will not be published.