দেশে আক্রান্তের সব রেকর্ড ভাঙল আজ

294

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬২  জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। এ নিয়ে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২৬৯ জনের।

করোনায় একদিনে এটাই দেশে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

বুধবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৪১টি ল্যাবে ৭৯০০টি নমুনা পরীক্ষা করে ১১৬২জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। একই সময়ে সুস্থ হয়েছেন ২১৪ জন করোনা রোগী। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৩১ জনে।

Leave A Reply

Your email address will not be published.