মার্কিন বিমান আকাশে বিধ্বস্ত, পাইলট নিহত

286

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন পাইলট (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় কর্তৃপক্ষ পাইলটের নাম প্রকাশ করেনি। ঘটনা তদন্তে যৌথ টিম কাজ করছে। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় একটি হ্রদে ছোট একটি বিমান এটি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা নিহত মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিমানটি একটি খ্রিস্টান মিশনারিতে খাদ্য সামগ্রী আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল।

পুলিশের মুখপাত্র আহমেদ কামাল জানান, বিমানটি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করতো খ্রিস্টান মিশনারি। তাই পাইলট ছাড়া এতে অন্য কোনো আরোহী ছিলেন না। পুলিশের মুখপাত্র আরও জানান, পাপুয়া প্রদেশের সেনতানি বিমানবন্দর থেকে এটি মামিদ জেলায় যাচ্ছিল। সকাল ৬টা ২৭ মিনিটে উড্ডয়ণের ২ মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটি সেনতানি হ্রদে বিধ্বস্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.