করোনায় দেশে আরও ১১ জনের প্রাণহানি, মোট ২৩৯

224

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এটাই দেশে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জনে পৌঁছাল।

একই সময়ে করোনায় দেশে মারা গেছেন আরও ১১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯ জন।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশের ৩৭টি ল্যাবে ৭২০৮টি নমুনা পরীক্ষা করে ১০৩৪জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র এক দিনের মাথায় গতকাল রবিবার আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।

রবিবার বিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮৭ জন আর মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আজ আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

Leave A Reply

Your email address will not be published.