নতুন নির্বাচন দাবিতে সন্দ্বীপ সোসাইটির মামলা খারিজ নিউইয়র্ক আদালতের

244

নিউইয়র্ক থেকে: সন্দ্বীপ সোসাইটির নির্বাচন বাতিলের দাবিতে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের কিংস কাউন্টি সুপ্রিম কোর্ট। বিচারপতি রিচার্ড ভ্যালেস্কুয়েজ কর্তৃক ৪ মে স্বাক্ষরিত এই রায়ের কপি ৭ মে বৃহস্পতিবার পাওয়ার পর সোসাইটির সর্বস্তরের সদস্য-কর্মকর্তার মধ্যে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুস্সাফার বলেছেন, মামলাটি খারিজ হওয়ায় সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশনের নিরপেক্ষতার জয়ধ্বনি উচ্চারিত হলো। প্রবাসের সকল আঞ্চলিক সংগঠনের নির্বাচনের ইতিহাসে তা মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, মামলায় নূরুস্সাফারের বিরুদ্ধে কারচুপি, অনিয়মসহ স্বৈরাচারি আচরণে অভিযোগ করা হয়েছিল। নূরুস্সাফার বলেন, বারবার তারিখ নিয়েও অভিযোগের পক্ষে প্রমাণ জমা দিতে ব্যর্থ হন বাদিপক্ষ। এজন্যেই আদালত মামলাটি খারিজ করে দেন।

ওই নির্বাচন কমিশনের অপর চার সদস্য ছিলেন মোহাম্মদ এম সুজন, লুৎফুল করিম, সাঈদ এ হোসেন এবং মোহাম্মদ তোহা। 

Leave A Reply

Your email address will not be published.