নিউ ইয়র্ক দিয়েই যুক্তরাষ্ট্রে ঢোকে করোনাভাইরাস

240

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে করোনার প্রাথমিক প্রবেশদ্বার বলে ব্যাখ্যা করছেন গবেষকরা। ইয়েল স্কুল অফ পাবলিক হেলথের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মানুষের বিশাল অংশ লকডাউনের আগে নিউ ইয়র্কে ছিল। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছন অভ্যন্তরীণ ভ্রমণ বন্ধ করা এবং সামাজিক দূরত্ব বিধি আরোপ করার জন্য দীর্ঘ সময় নেওয়া হয়েছে দেশটিতে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি রূপান্তর লাভ করে, যা এর জেনেটিক সাইন সূক্ষ্মভাবে পরিবর্তন করে। বিজ্ঞানীরা রোগের বিভিন্ন লাইনের মধ্যে পার্থক্য করার জন্য সেই সাইনটি ব্যবহার করতে পারেন এবং এই ক্ষেত্রে, তা কোথা থেকে এসেছেন তা নির্ধারণ করা যায়।

যুক্তরাষ্ট্রের প্রথম প্রাদুর্ভাব ছিল দেশের পশ্চিম উপকূলে ওয়াশিংটন রাজ্যে এবং তার পরে পূর্ব উপকূলে নিউ ইয়র্ক। ওয়াশিংটনের সংক্রমণে অবস্থার চেয়ে নিউ ইয়র্কের সংক্রমণের পরিস্থিতি কিছুটা ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সংক্রামিত ব্যক্তিদের হাজার হাজার নমুনা বিশ্লেষণ করার পরে দেখা যায় নিউ ইয়র্কেই বেশিরভাগ প্রাদুর্ভাবের সন্ধান হয়েছিল।

উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়ায়, বিশ্লেষণ করা নমুনাগুলির শতকরা ৫০ ভাগ নিউইয়র্কের সাথে যুক্ত ছিল, যেখানে ওয়াশিংটনের সাথে ছিল শতকরা ৩২ ভাগ। মহামারী বিশেষজ্ঞ দল নাথান গ্রুব দ্য টাইমসকে বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে যে নিউ ইয়র্ক ছিল দেশের অন্যান্য অঞ্চলের করোনার প্রাথমিক প্রবেশদ্বার।

গবেষণায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিজের দোষের কারণেই দেশে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন মানুষ। মারা গেছে ৭৬ হাজার ৯২৮ জন।

Leave A Reply

Your email address will not be published.