গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে : কাদের

212

ঢাকা: বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।

বুধবার (৬ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকাল এসব কথা বলেন কাদের।

পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যা হয়েছে তা হচ্ছে শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স।

বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে। দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেন কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সাম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এদিকে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

Leave A Reply

Your email address will not be published.