এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

247

ঢাকা: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ মে) এক শোকবার্তায় তিনি বলেন, ‘হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আমরা একজন জনবান্ধব রাজনীতিবিদকে হারালাম। তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বুধবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের এ এমপি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করা হাবিবুর রহমান মোল্লা ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে ওই আসন থেকে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান তিনি। এরপর নির্বাচন কমিশন আসন সীমানা পুনর্নির্ধারণ করলে হাবিবুর রহমান মোল্লার এলাকা পড়ে ঢাকা-৫ আসনে।

পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। পরের দুটি নির্বাচনেও তিনি জয়ী হন।

Leave A Reply

Your email address will not be published.