দেশে করেনায় আরও একজনের প্রাণহানি, মোট ১৮৩

210

ঢাকা: দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ জনে।

এ ছাড়া নতুন করে দেশে গত ২৪ ঘন্টায় ৩৩টি প্রতিষ্ঠানে ৫৭৭১টি নমুনা পরীক্ষা করে আরও ৭৮৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন মারা যাওয়া ব্যক্তির বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। তিনি পুরুষ।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। এই নিয়ে এক হাজার ৪০৩ জন করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

Leave A Reply

Your email address will not be published.