গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৬৪১ জন, মোট ৭১০৩
ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। মোট ৪৯৬৮ টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৭১০৩ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেল ১৬৩ জন।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুইজন মহিলা। এদের মধ্যে ৬ জন ঢাকার মধ্যে এবং বাকি দুই জন ঢাকার বাইরে। এ পর্যন্ত মৃতদের মধ্যে বেশিরভাগ মৃত্যুই ঢাকা বিভাগে হয়েছে। ঢাকায় এ পর্যন্ত এই সংখ্যা ১৩৭ জন ।
তিনি জানান, গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন। এনিয়ে মোট ১৫০ জন সুস্থ হয়েছেন।