দেশে করোনায় ৫১ দিনে ১৫২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯১৩ জন

302

ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে দেশে ৫১ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া নতুন সাত ব্যক্তির মধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা একজন। তাদের মধ্যে ঢাকার পাঁচজন এবং রাজশাহী ও সিলেটে একজন করে।

ডা. নাসিমা সুলতানা, গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৪৯৭ জন আক্রান্ত হয়েছেন। ৩৮১২টি নমুনা পরীক্ষা করে ৪৯৭ জনের শরীরে ভাইরাসটি পাওয়া যায়।  এ নিয়ে ৫১ দিনে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৫৯১৩ জন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্দদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৯ জন। এ নিয়ে মোট ১৩১ জন সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।

Leave A Reply

Your email address will not be published.