করোনায় নিউইয়র্কে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

272

নিউইয়র্ক থেকে: করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে শনিবার আরও ৩ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৭৫ বাংলাদেশির প্রাণ গেল। 

হাসপাতাল এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বিয়ানিবাজারের সন্তান ফরিদ আহমেদ সাইফুল (২৭) মন্টিফিউর হাসপাতালে, জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬৭) এলমহার্স্ট হাসপাতালে এবং প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৩) জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেছেন। 

জানা গেছে, ফরিদ আহমেদ সাইফুল কয়েক মাস আগে বাংলাদেশে গিয়ে পছন্দের মেয়েকে বিয়ে করেছেন। তাকে অভিবাসন মর্যাদায় যুক্তরাষ্ট্রে আনার আবেদনও করেছেন। এরইমধ্যে সবকিছু তছনছ করলো মহামারি আকার ধারণ করা করোনা। 

সর্বশেষ তথ্য অনুয়ায়ী নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস, টেক্সাস প্রভৃতি এলাকায় কয়েক হাজার বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে, নিউইয়র্ক স্টেটে শুক্রবার মারা গেছে ৪৩৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৪২২। তবে গত ১২দিন থেকেই মৃত্যুর হার কমছে। এদিন হাসপাতালে ভর্তির সংখ্যা ১১০০। জোন হাপকিন্স এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এই স্টেটে মোট মৃত্যুর সংখ্যা শনিবার রাত ১০টা পর্যন্ত ২১৯০৮ এবং আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৩। সারা আমেরিকায় মারা গেছে ৫৪ হাজার ২৫৬ জন। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ৯৫১। 

Leave A Reply

Your email address will not be published.