পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজানের চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, দেশের নেত্রকোনা ও জামালপুরে আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার প্রথম রোজা।
ধর্ম সচিব আরও বলেন, আগামী ২০ মে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার হবে প্রথম রোজা।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শুক্রবার দিবাগত ৪টা ৫ মিনিট এবং ইফতার শনিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট।
সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে আজ শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।
এবার দেশে মরণব্যাধি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছে।
মসজিদে তারাবিতে অংশ নিতে পারবেন ১২ মুসল্লি : আসন্ন রমজানে দেশের সব মসজিদে তারাবির নামাজ চালু থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে তারাবির জামাতে ইমাম, মুয়াজ্জিন, দুজন হাফেজসহ সর্বমোট ১২ জন মুসল্লি অংশ নেবেন। এ ছাড়া ইফতার মাহফিলের নামে কোনো অনুষ্ঠান করা যাবে না। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।