“শুক্রাবাদ ইয়ুথ ক্লাবের” পক্ষ থেকে ২০০ পরিবারকে দেয়া হলো উপহার সামগ্রী
ঢাকা: করোনা ভাইরাস ( কোভিড – ১৯ ) সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও জেলায় জেলায় লকডাউন ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন । ফলে কর্মজীবীরা একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মুখোমুখি হচ্ছে খাদ্য সংকটে ।
তাই এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটির ১৭নং ওয়ার্ডের কেউ যেন খাদ্য সংকটে না ভুগে তা নিশ্চিত করণের কাজ শুরু করেছে শুক্রাবাদ/সোবহানবাগ ও তল্লাবাগের সকল তরুন সমাজ।
শুক্রাবাদ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে সাইফুল ইসলাম রুমি, ইয়াকুব হোসেন লিটন,
শফিকুল ইসলাম রুবেল ও আমিনুল ইসলাম রুনুর নেতৃত্বে ১৭ নং ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসব খাদ্য তালিকার মধ্যে ছিলো চাল/ডাল/আলু/পিঁয়াজ/আটা/তেল ও লবন।
সোহাগ, আনোয়ার, বাবু, শাওন, সোহেল, মাসুম, আজিজ, রাশেদ, রানা, কাদের, মিজান, রাজু, নিপু, তৈয়ব, আরমান,শান্ত, হৃদয়, আলামিন, পাপন,হাসান,হিশাম, সুমন, তুহিন ও আরো অনেক স্বেচ্ছাসেবী ও অনুদাকারীর সহায়তায় রাতে প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
শুক্রাবাদ ইয়ুথ ক্লাবের পক্ষে ইয়াকুব হোসেন লিটন নিয়মিত রান্নার মাধ্যমে এলাকায় খাদ্য সহযোগিতা করে আসছেন।
তিনি জানান, শুক্রাবাদের ছোট-বড় সকল তরুনরা এগিয়ে আসলে তারা নিয়মিত সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করতে পারবেন।