প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে : সংসদে প্রধানমন্ত্রী
ঢাকা: প্রতিটি জেলা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাসপাতালগুলোকে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। অনেক বিভাগীয়, জেলা ও উপজেলায় পৃথক আইসোলেশন হাসপাতাল খোলা হয়েছে।’
শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপণী ভাষণে এসব কথা জানান তিনি।
ভবিষ্যতের জন্যও ইতিমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক জেলা হাসপাতালের উন্নত ধরনের চিকিৎসা যাতে পায়, সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন করা হবে।’ এছাড়া করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার সব খরচ সরকার বহন করবে উল্লেখ করেন সংসদ নেতা।
করোনার নমুনা সংগ্রহে কিটের কোন সংকট নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা ৯২ হাজার পরীক্ষার কিট সংগ্রহ করেছি। তারমধ্যে থেকে ২০ হাজার কিট বিতরণ করা হয়েছে এবং ৭২ হাজারের মতো কিট এখনও মজুদ রয়েছে। কিট সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কাজেই করোনা পরীক্ষায় কিটের কোনো অভাব হওয়ার কোন লক্ষণ নেই।’
করোনার কারণে দেশের অর্থনীতির নেতিবাচক পরিস্থিতি মোকাবিলায় ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কতদিন এই অবস্থা চলবে, বিশ্বের কেউই তা বলতে পারছে না। এ পরিস্থিতিতে দেশের মানুষ যাতে কষ্ট না পায়, দেশের অর্থনীতি যাতে গতিশীল ও প্রাণসঞ্চার হয় এবং অর্থনীতির নেতিবাচক দিকগুলো যাতে মোকাবেলা করতে পারি সেজন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’ বড় শিল্প থেকে ক্ষুদ্র-মাঝারি শিল্প, গার্মেন্টস, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ খেটে-খাওয়া মানুষ, দিনমজুর সবার কথা বিবেচনা করে এসব প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।