দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ৪১ দিনে ২ হাজার ছাড়াল

285

ঢাকা: দেশে নতুন করে আরও ৩০৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এতে দেশে এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়াল।

শনিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। নতুন সংক্রমিতদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ ভাগ এবং নারী ৩৮ ভাগ।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।

গত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের বয়স সম্পর্কিত তথ্য উল্লেখ করে আইইডিসিআর পরিচালক জানান, এদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী চারজন, ৫১-৬০ বছর বয়সী একজন, ৪১-৫০ বছর বয়সী দুইজন, ৩১-৪০ বছর বয়সী একজন রয়েছেন। আরেকজনের বয়স জানা যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. ফ্লোরা বলেন, এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ৮ মার্চ দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Leave A Reply

Your email address will not be published.