উসকানি না দিয়ে পাশে দাঁড়াতে বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

298

ঢাকা: জনগণকে উসকানি না দিয়ে পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। খবর ইউএনবি’র।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী জানান, দেশের খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বিলিয়ন ডলার (১ লাখ হাজার কোটি টাকা) বরাদ্দ দিয়েছেন, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ।

এসময় তিনি বলেন, যে দলেরই হোক, ত্রাণে অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.