চীন মিথ্যা বলছে, আমরাই মৃত্যুর সংখ্যা সঠিক জানাচ্ছি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন মিথ্যা বলছে, আমরাই মৃত্যুর সংখ্যা সঠিক জানাচ্ছি। ওরা মৃত্যুর সংখ্যা যা বলেছে, তা কি কেউ বিশ্বাস করবে? বুধবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। খবর সিএনএন এর।
তিনি বলেন, আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় শেষ করে ফেলেছে। এ কারণে চলতি মাসে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কড়াকড়ি শিথিল করা যাবে। আমরা আমাদের দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই।
এদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুহারের হিসেবে এটি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন এখানে করোনায় ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়।