দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯ জন, মোট ১২৩১
ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে।
করোনাভাইরাস নিয়ে বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও জানান, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। এ নিয়ে এই ভাইরাসে প্রাণহানীর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৬।
ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়।
অনলাইনে ব্রিফিংয়ে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।