করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশির মৃত্যু

484

নিউইয়র্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকার নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় আরও ৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ১৩৫ বাংলাদেশি প্রাণ হারালেন। নিউইয়র্কে প্রাণ হারানোদের মধ্যে অর্ধেকই নারী। এদিন ভার্জিনিয়ার উডব্রিজ শহরে মারা গেছেন ৭০ বছর বয়সী মুজাহিদুর রহমান। ভার্জিনিয়ায় এটি প্রথম বাংলাদেশির মৃত্যু। এছাড়া ম্যারিল্যান্ডের অনাপোলিসে মারা গেছেন ড. আব্দুল মান্নান(৮০)।

জানা গেছে, রোববার আপস্টেট নিউইয়র্কের বাফেলো সিটিতে মারা গেছেন একজন। রোববার নিউইয়র্কের জ্যামাইকার ব্রায়াউডের বাসায় মারা গেছেন বনিতা তাজিন খান (৩২)। তিন দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার শ্বশুর। রোববার ভোরে মারা যান ঢাকার কামরুন্নেসা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা আমিনা খাতুন (৮২)। এদিন ভোরে কুইন্সে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান কুষ্টিয়া সমিতি ইউএসের সাবেক উপদেষ্টা এমএস ফেরদৌসের স্ত্রী রওশন আরা ফেরদৌস। আরও মারা যান জাহানারা বেগম (৭৬)।

এ ছাড়া এস্টোরিয়া বুলেভার্ডের নিজ বাসায় মারা গেছেন রতন চৌধুরী। তার স্ত্রী কর্মস্থল থেকে আক্রান্ত হওয়ার পর রতন আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন। ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান হজরত আলী। ব্রুকলিনে মারা যান মাহমুদুর রহমান (৫০)।

আপস্টেট নিউইয়র্কের বাফেলো সিটিতে মারা গেছেন জাকির হোসেন (৩৮)। জাকিরকে নিয়ে বাফেলোতে দুদিনে মারা গেলেন তিনজন। প্রসঙ্গত করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় ইতালিকেও হার মানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২২ হাজার। সংক্রমণের শিকার ৫ লাখ ৫৫ হাজার জন।

Leave A Reply

Your email address will not be published.