ভুতুড়ে নগরী নিউইয়র্ক, গণকবরের ফুটেজ ফাঁস

410

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন মৃত্যুপুরী। সেখানে বিরাজ করছে, ভুতুড়ে পরিবেশ।

করোনা ভাইরাসে এই অঙ্গরাজ্যে এত মানুষ মারা যাচ্ছে যে, তা কবর দিতে হিমশিম খাচ্ছে সরকার। নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দেওয়া হচ্ছে।

এরইমধ্যে গণকবর দেওয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাসে নিউইয়র্ক শহরে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে একদিনেই রেকর্ড ২১০৮ জনের মৃত্যু হয়েছে।

আর পুরো আমেরিকায় ১৮ হাজার ৬৯৩ জন মারা গেছে। যার অর্ধেক নিউইয়র্ক শহরে।

দেশটিতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.