ছুটিতে ফেরা প্রবাসীদের সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

362

ঢাকা: ছুটিতে দেশে ফিরে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজে ফিরতে না পারায় যে সকল প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা আবারও সংশ্লিষ্ট দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, ‘চাকরি করা অবস্থায় বাংলাদেশে ছুটিতে এসেছেন এবং মেয়াদ শেষ হয়ে যাবার পরেও বিমান যোগাযোগ না থাকার কারণে এবং লকডাউনের কারণে কর্মস্থলে ফিরতে পারেননি, সংশ্লিষ্ট সরকার তাদের ছুটির বা ভিসার মেয়াদ বাড়িয়ে দেবেন। এই কারণে তাদের চাকরিচ্যুত করা হবে না ‘

প্রবাসীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশেস্থ দূতাবাসগুলো নিশ্চিত করেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোও সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দপ্তরগুলোর সাথে নিশ্চিত করেছে।’

Leave A Reply

Your email address will not be published.