নিউইয়র্কে করোনায় ৩ বাংলাদেশির মৃত্যু

282

নিউইয়র্ক থেকে: নিউইয়র্কে শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন বাংলাদেশি।

সিলেটের মৌলভীবাজার-বড়লেখা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (৭৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেলে তার উডসাইডের বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে কয়েক ঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন।

এদিন শনিবার আরও দু’জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে রয়েছেন এস্টোরিয়ার বাসিন্দা সাবেক ক্রিকেটার ইকবাল হক ভূঁইয়া (৬৫)। গত ৩০ মার্চ ছোট ভাই শিপন হক ভূঁইয়া করোনা মারা গেলে তাকে দাফন করে ইকবাল পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির আটলান্টি সিটিতে তার ছেলের বাড়িতে চলে যান। শুক্রবার করোনায় আক্রান্ত ইকবাল হককে আটলান্টিক সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি মারা যান।

এদিন করোনায় মারা গেছেন কুইন্সের উডসাইডের বাসিন্দা আতাউর রহমান আতাই (৭০)।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৮ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এদের মধ্যে নিউইয়র্কে ৬৪ জন, নিউজার্সিতে তিনজন এবং মিশিগানে একজন মারা গেছেন।

এদিকে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছের নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। একটি সূত্রে জানা গেছে হার্টের সমস্যা নিয়ে স্থানীয় এলমহাস্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হয়। এখন তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছেন।

Leave A Reply

Your email address will not be published.