দেশে নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত

256

ঢাকা: দেশে করোনায় আরও দুইজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে আটজন মারা গেল।

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, যে দুইজন মারা গেছেন তাদের বয়স পঞ্চাশেরও বেশি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় ৫৫৩টি নমুনা পরীক্ষা করে আরও ৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এ নিয়ে দেশে ৭০জন করোনা রোগী শনাক্ত হলো।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ৭০জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে এবং ৩০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৮ই মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ২৪ ঘণ্টায় এবারই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হলো।

১৮ই মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

২৫শে মার্চ প্রথমবারের মত সংস্থাটি জানায় যে বাংলাদেশে সীমিত আকারে কম্যুনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.