বাংলাদেশে এই প্রথমবার দূরত্ব বজায় রেখে নামাজ আদায়

286

ঢাকা:বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজার রাখার নির্দেশের মধ্যেই গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় বেশির ভাগ মসজিদে জুমার নামাজ আদায় হয়েছে। তবে এদিন মুসল্লিদের পরষ্পরের মধ্যে দূরত্ব রেখে নামাজের কাতারে দাঁড়াতে দেখা গেছে৷

খুতবায় খতিবরা মুসল্লিদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া দিকনির্দেশনাগুলো তুলে ধরেন।

খুতবায় যারা নভেল করোনাভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে এসেছেন; যাদের মধ্যে উপসর্গ আছে; যারা উপদ্রুত অঞ্চল থেকে এসেছেন;  যারা উপসর্গ আছে এমন মানুষের সংস্পর্শে ছিলেন, তাদের মসজিদে না এসে বাড়িতেই নামাজ আদায় করার আহ্বান জানানো হয়৷

তাছাড়াও অসুস্থ, অসুস্থদের সেবায় নিয়োজিত, বয়োবৃদ্ধ, দুর্বল, নারী ও শিশু এবং যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন তাদেরকে মসজিদে না যাওয়ার আহ্বান জানানো হয় খুতবায়৷

দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের নিয়ে বৈঠক করে কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে যাওয়ার বিষয়ে এ দিকনির্দেশা দিয়েছিল৷

এদিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ঢাকার বিভিন্ন মসজিদে অধিকাংশ মুসল্লিদের মুখে মাস্ক পরে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে৷ মসজিদের ইমামও সংক্ষিপ্ত খুতবা ও ছোট সুরার মাধ্যমে অল্প সময়ে নামাজ শেষ করেন৷

মুলসমান অধ্যুষিত আরেক দেশ পাকিস্তানেও শুক্রবার মসজিদ খোলা ছিল৷ যদিও কয়েকটি প্রদেশে স্থানীয় সরকার লোকজনকে জুমার নামাজ পড়তে মসজিদে যেতে বাধা দেয়৷ দক্ষিণের সিন্ধু প্রদেশে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কারফিউ জারি করেছিল স্থানীয় সরকার৷ এ সময় কাউকে রাস্তায় দেখা গেলে গ্রেপ্তার করার আদেশও দেওয়া হয়েছিল৷

আরেক প্রদেশ পাঞ্জাবের বড় বড় নগরীতে লোকজনের মসজিদে যাওয়া আটকাতে রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট বসিয়েছে রাজ্য সরকার৷ পাকিস্তানের মোট জনসংখ্যার ৬০ শতাংশ পাঞ্জাবে বসবাস করে৷

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়েছে৷ কারফিউ জারি হয়েছে মুসলমানদের দুই পবিত্র নগরী সৌদি আরবের মক্কা ও মদীনায়৷

বাংলাদেশে নতুন করে আরো পাঁচজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

এখন মোট আক্রান্ত ৬১ জন৷ তবে কেউ মারা না ‍যাওয়ায় মৃতের সংখ্যা ছয়ই আছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷

Leave A Reply

Your email address will not be published.