বন্ধ হয়ে যাচ্ছে করোনা বিয়ারের উৎপাদন

299

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে মেক্সিকোতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে করোনা বিয়ারের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকান কোম্পানি গ্রুপো মডেলো । বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে এমনটি বলা হয়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, জরুরি অবস্থার সময় মেক্সিকোতে সকল অপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে। আর বিয়ারকেও অপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় রাখা হয়েছে। জানা গেছে, আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে করোনা বিয়ারের উৎপাদন।

মেক্সিকোর গ্রুপো মডেলো কোম্পানির পণ্য বিশ্বের ১৮০ দেশে রপ্তানি হয়। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক হাজার ৫১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন অন্তত ৫০ জন।

Leave A Reply

Your email address will not be published.