নিউইয়র্কে করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যু

331

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে নিউইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়মিত বৃদ্ধির মধ্যে জরুরি ভিত্তিতে স্বেচ্ছাসেবক স্বাস্থকর্মী চেয়ে আবেদন জানিয়ে স্টেট গভর্নর ও সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ রাজ্যে যা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে কি হতে চলেছে তার শুরু মাত্র। খবর ইউএনবি’র।

নিউইয়র্কে মাত্র একদিনের ব্যবধানে ২৫০জনের বেশি মৃত্যু হয়েছে এবং তার বেশিরভাগই শহরের কেন্দ্র উল্লেখ করে গভর্নর অ্যান্ড্রু কুওমো আকুতি জানিয়ে বলেন, ‘দয়া করে এখনই নিউইয়র্কে আমাদের সহায়তা করুন।’

যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেট নিউইয়র্কের এই সংকট মোকাবিলায় অতিরিক্ত ১০ লাখ স্বাস্থ্যসেবা কর্মী প্রয়োজন বলে মনে করেন গভর্নর অ্যান্ড্রু কুওমো।

‘আমরা এক হাজারের বেশি নিউইয়র্কের বাসিন্দাদের হারিয়েছি। আমরা ইতিমধ্যে আশ্চচর্য হওয়া ছাড়িয়ে গেছি, আমরা আশ্চর্য হওয়ার সীমা অতিক্রম করেছি,’ বলেন তিনি।

যদিও গভর্নরের আবেদনের আগেই প্রায় ৮০ হাজার সাবেক নার্স, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিউইয়র্কে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ১০০ শয্যার একটি জাহাজ হাসপাতালও সেখানে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় এসব পর্যাপ্ত নয় বলে জানিয়েছে গভর্নর।

Leave A Reply

Your email address will not be published.