করোনা মোকাবিলায় বিত্তবানরা আরও এগিয়ে আসুন : প্রতিমন্ত্রী

304

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা রোগের চিকিৎসা-সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে, পাশাপাশি সারা দেশের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’

সোমবার রাজধানীর মিরপুরের ইব্রাহীমপুর, ইব্রাহীমপুর বাজার ও দক্ষিণ কাফরুলে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সকল নিয়মকানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের সাহায্যার্থে শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০০ পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, একটি সাবান ও একটি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.