করোনাভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

304

ঢাকা: করোনা সংক্রমণ রোধে রাজধানীর মালিবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ৫৭ ইঞ্জিনিয়ার কোম্পানি। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হয় এই কর্মসূচি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় মালিবাগ কাঁচাবাজারে মার্কিংয়ের কাজ করেন সেনা সদস্যরা। যাতে করে নিরপাদ দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি মালিবাগ সড়ককে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক ছিটানো হয়। স্থানীয়দের মাঝে মাস্কও বিতরণ করেন সেনা সদস্যরা।

কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি যাদের কোয়ারেন্টিন বিধি মানার কথা তারা সেটি করছেন কিনা, সেদিকেও বেসামরিক প্রশাসনের সাথে তারা দেখভাল করছেন।

Leave A Reply

Your email address will not be published.