করোনায় দেশে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

177

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত নতুন ছয়জন রোগী শনাক্ত করেছেন। দেশে এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনা সন্দেহে আইসোলেশনে রয়েছেন ৪০জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৬জন।

তিনি বলেন, সরকার আগামী ২৬ মার্চ থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনাভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে।

এর আগে সোমবার আইইডিসিআর জানায়, দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন পাঁচজন এবং ২৫ জন চিকিৎসাধীন।

Leave A Reply

Your email address will not be published.