জেলকোড অনুযায়ী খালেদার সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ পরিবারের

383

ঢাকা: কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ-জেলকোড অনুযায়ী সাধারণত প্রতিমাসে দুইবার দেখা করার সুযোগ পেলেও তারা পাচ্ছেন না।

শনিবার পরিবারের সদস্যদের বরাদ দিয়ে গণমাধ্যম এ কথা জানান খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।শামসুদ্দিন দিদার বলেন, জেলকোড অনুযায়ী একজন সাধারণ বন্দির সঙ্গে পরিবারের সদস্য ও নিকটআত্মীয়দের যেভাবে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সেভাবে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

তিনি জানান, গত ২ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য প্রতিবার অনুমতি নিতে যাওয়ার সময় নানা ঝক্কি পোহাতে হয় পরিবারের সদস্যদের। 

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার অভিযোগ করেন, গত ৭ মার্চ তারা সর্বশেষ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন। এরপর গত দু’দিন আগে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও এখনও মেলেনি অনুমতি।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে থাকলেও অসুস্থতার কারণে গত বছরের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউর কেবিন ব্লকে আছেন খালেদা জিয়া।

Leave A Reply

Your email address will not be published.