আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই : শামীম ওসমান

274

ঢাকা: আমার কোনো বন্দুক ও লাঠির প্রয়োজন নেই কারণ আমি জানি, ‘আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’
আজ রবিবার (১লা মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে নায়ারণগঞ্জ পুলিশ লাইনে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশাসনিক এবং বিভিন্ন কারণে নারায়ণগঞ্জে কিছু ক্ষতি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই, নায়ারণগঞ্জে আমরা একাই যথেষ্ট, আওয়ামী লীগই যথেষ্ট। এ জন্য পুলিশের সাপোর্ট দরকার নেই। এখনও রাতের বেলা দুই লাখ লোক একসঙ্গে করতে আমার একঘন্টা সময় লাগে, সে ক্যাপাসিটি আমার আছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানকে আটকে রাখা লোক আমরা। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ঠেকাতে হয়।’

নিজেকে সব সময় বিরোধী দলের লোক মন্তব্য করে, এ কে এম শামীম ওসমান বলেন, ‘আমি সাধারণ মানুষের দল। আমার সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি।’

পুলিশসহ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমাদের একার পক্ষে নারায়ণগঞ্জকে ঠিক রাখা সম্ভব না, আপনাদের সবাইকে নিয়েই সম্ভব। নারায়ণগঞ্জকে ঠিক রাখতে আপনারা কাউকে খাতির করবেন না, যদি মনে করেন অপরাধী আমার কাছের লোক তবে তাকে আরও বেশি শাস্তি দেন। আমার সামনে এসে সবাই ফেরেস্তা সাজে, আমার কোনো মাস্তান, লাঠি এবং বন্দুকের দরকার নেই, কারণ আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।’

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সোনারগাঁও-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

পরে কর্মরত অবস্থায় নিহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.