খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউতে পরিবার

369

ঢাকা: খালেদা জিয়ার সাথে দেখা করতে বোন সেলিমা বেগম ও ভাগনীসহ পরিবারের ৬ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে দিকে বিএসএমএমইউতে প্রবেশ করেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন।

স্বাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে রয়েছেন- বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।

এর আগে, গত ১১ অক্টোবর প্রায় সোয়া এক ঘন্টা পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

গেল বছরের ৮ ফেব্রুয়ারির থেকে কারাবন্দি আছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এপ্রিলের ০১ তারিখে বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.