১৪ দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এ দেশ আরও এগিয়ে যাবে: মেনন

322

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন বলেছেন, ‘এ দেশ থেকে বৈষম্য দূর করতে হবে। ধনী গরীব বৈষম্য রাজনীতিতে বৈষম্য থাকলে এ দেশ উন্নয়নে বাধাগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘১৪ দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এ দেশ আরও এগিয়ে যাবে। এজন্য বেশি বেশি ঐক্যের প্রয়োজন। দুর্নীতি আজ আমাদের বড় অভিশাপ। হাজার হাজার কোটি টাকা কার বাড়ি থেকে কার পকেট থেকে বের হচ্ছে তা দেশের মানুষ জানছে এবং দেখছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে।’

বুধবার বিকালে মুন্সীগঞ্জের দোহার উপজেলার লটাখোলায় করম আলীর মোড়ে আয়োজিত বাংলাদেশের ওয়ারর্কার্স পার্টির ঢাকা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি ভয়ানক বিপজ্জনক মাধ্যম। এর মাধ্যমে মানুষ মিথ্যা তথ্য দিয়ে জন মনে বিভ্রান্ত তৈরি করছে। কাজেই এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বরিশালে আমার বক্তব্য নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছিলো। সেটা আমি দেশবাসীকে পরিষ্কার করেছি।’

তিনি আরো বলেন, ‘এতো ব্রিজ রাস্তাঘাট তৈরি করা হচ্ছে কার স্বার্থে। কৃষক আজ ধানের মূল্য না পেয়ে ধান পুড়িয়ে ফেলছে। আমাদের দেশে যারা ফসল ফলালো পোশাক বানালো তাদেরকে মূল্যায়ন করতে হবে।’

রাশেদ খান মেনন, ‘এ দেশের উন্নয়নের ধারা উপরের দিকে উঠছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। কিন্তু এ উন্নয়ন প্রক্রিয়ায় কি ফল পাচ্ছে মানুষ? এ দেশে এখনো চারজনের মধ্যে একজন দারিদ্র সীমার নীচে বাস করছে।’

ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুর সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য করম আলী, জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাইদুর রহমান সাইদ, দোহার উপজেলার সভাপতি নাসির উদ্দিন পল্লব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.