অবশেষে সেই বক্তব্য নিয়ে যা বললেন মেনন

264

ঢাকা: নির্বাচন নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, আমার নির্বাচন সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত উক্তিকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার জন্য আমি দুঃখিত। নির্বাচনে মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। এজন্যই নির্বাচনকে যথাযোগ্য রাজনৈতিক মযার্দায় ফিরিয়ে আনতে হবে। ওয়ার্কার্স পাটি ১৪ দলে ছিল এবং আছে।

আজ বুধবার দুপুরে দোহারে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু, উন্নয়নকে স্থায়ী করতে হলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বৈষম্য ও দুর্নীতি দূর করতে হবে। মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আজকে যখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান ফলায়, তার মূল্য পায় না। এটা পরে উৎপাদনের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। সুতরাং, যেভাবেই হোক কৃষকের ফসলের দামের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য করম আলী।

Leave A Reply

Your email address will not be published.