এমপিওভুক্ত হলো আরও ২,৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা: সারা দেশের আরও দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর ইউএনবি’র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।
এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।