এবার মেননের বিষয়ে ১৪ দলের যে সিদ্ধান্ত জানালেন নাসিম
ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৪ দল কোন ব্যক্তি নয়, এটি একটি সংগঠন। জোটগতভাবে আমরা কাজ করছি, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা তার (মেনন) বক্তব্য নিয়ে আলোচনা করেছি, তাকে নিয়ে আমরা বসে আবারও আলোচনা করবো; প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত বাংলাদেশ-ভারত ‘সমঝোতা স্মারক শীর্ষক’ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, ‘এক মুখ চেনা স্বাধীনতাবিরোধী অপশক্তি সব সময় বাংলাদেশ-ভারতের বন্ধুত্বকে বাঁকা চোখে দেখেছে। সাম্প্রতিককালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতে সফর করে অনেক গুলো সম্মিলিত স্মারক স্বাক্ষর করেছেন। এগুলো বুঝে-না বুঝে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ হচ্ছে গুজব আর অপপ্রচারের দেশ।’
গুজবকে তথ্য ও যুক্তি দিয়ে মোকাবিলা করতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে বলে এসময় মন্তব্য করেন তিনি।
১৪ দল সব সময় এ দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভা-সেমিনার করে থাকে দাবি করে নাসিম বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকবে। সেই সমস্যার সমাধান হবে আন্তর্জাতিক মান বজায় রেখে।’
এসময় বিরোধী দলের প্রতি অনুরোধ জানিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে- রাজপথে মিথ্যাচার চালিয়ে, সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।’
গোলটেবিল বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) হারুন অর রশিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।