বিএনপির এমপি হারুনকে কারাগারে পাঠানো নিয়ে মুখ খুললেন স্ত্রী পাপিয়া

322

ঢাকা: ‘টেনশন করছি না, আশা করি ১০ দিনের মধ্যে জামিন হয়ে যাবে’- বিএনপির এমপি হারুন অর রশীদকে কারাগারে প্রেরণের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন হারুনুর রশীদের স্ত্রী, বিএনপির সাবেক এমপি ও নেত্রী আসিফা আশরাফি পাপিয়া।
তিনি আরো বলেন, ‘এই আদেশ প্রমাণ করে আমরা সরকারের দালাল না।’

এমপি কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় বিএনপির এমপি হারুন অর রশীদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। ৫ বছরের কারাদণ্ড হয়েছে তার।

হারুনুর রশীদ বিএনপির যুগ্ম-মহসচিব। গত ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তার আপন চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদকে (নৌকা) পরাজিত করে চার বারের মত এমপি নির্বাচিত হন তিনি।

Leave A Reply

Your email address will not be published.